
অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে সবশেষ ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। তবে ৬ ঘণ্টা ধরে আগুনে ৩৫০ থেকে ৪০০টি দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। আমাদের বরাদ্দ দেওয়া ৩১৭টি দোকান ছিল। এর মধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, ২১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে। মার্কেট ও কাঁচাবাজারে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০-৮০০ দোকান ছিল। ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিস বলেছে ভেতরে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি...
Developed by BDITHOST