
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত ১৩ জুলাই। ৩০১ সদস্যের নতুন এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে ২২৬জনকে পদায়ন করা হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা থেকে পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীদের অনেকে বলছেন, শিবিরের চোখ রাঙানি উপেক্ষা ও লড়াই-সংগ্রাম করে টিকে থাকতে হয় এই ক্যাম্পাসে। সে হিসেবে যোগ্য নেতা থাকা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখাকে অবমূল্যায়ন করা হয়েছে। একজনকে পদ দেয়া হলেও সভাপতির নিজ এলাকায় বাসা হওয়ায় তিনি পদ পেয়েছেন। আবার কেউ কেউ বলছেন, দীর্ঘ সাত বছর যাবত রাবি ছাত্রলীগের কমিটি না হওয়ায় এখান থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরির পথটিই বন্ধ হয়ে আছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে রাজশাহী...
Developed by BDITHOST