
স্টাফ রিপোর্টার: সিটি নির্বাচনের দিন কোন কেন্দ্রে ভোটগ্রহণের সময় অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘নির্বাচনের দিন যদি ভোটররা ভোট দিতে না পারে, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার কিংবা এসিন্টেন্ট প্রিজাইডিং কর্মকতারা যদি কোন বাধা সৃষ্টি করেন, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রার্থীরা যদি পেশীশক্তি ব্যবহার করেন আর আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেব। আমাদের হাতে অনিয়মের পর্যপ্ত তথ্য এলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হবে।’ বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সভায় সিইসি বলেন, ‘আমি...
Developed by BDITHOST