নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:৪২। ২ নভেম্বর, ২০২৫।

কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন 

নভেম্বর ১, ২০২৫ ৮:২৭
Link Copied!

হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার : প্রাইভেট কোচিং বাণিজ্যে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এবং অগ্রিম কোর্স ফি বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও ক্যাব ইউথ গ্রুপ। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবকরা বলেন, শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে বর্তমানে স্কুল-কলেজের পাশাপাশি প্রাইভেট কোচিং নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। এতে অভিভাবকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোচিং সেন্টারগুলো মাসিক ফি-এর পরিবর্তে কোর্স ফি চালু করায় শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে গেছে এবং কোচিংগুলো লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অভিভাবকেরা অভিযোগ করেন, অনেক কোচিং সেন্টারে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নজর নেই, ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। অন্যদিকে, অগ্রিম ফি নেওয়া, ক্লাসে প্রশ্নের সুযোগ না দেওয়া, ঘনভাবে বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের কষ্ট দেওয়া, এমনকি টাকার জন্য শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের ঘটনাও নিয়মিত ঘটছে।

মানববন্ধন থেকে অভিভাবক ও আয়োজকেরা ১১ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ (প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে পরিশোধযোগ্য)। প্রতি ব্যাচে আসন সংখ্যা জাতীয় মডেল অনুসারে নির্ধারণ। বার্ষিক পরীক্ষার আগে নতুন ভর্তি কার্যক্রম বন্ধ রাখা। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি যাচাই নিশ্চিত করা। অগ্রিম ৩ মাস বা তারও বেশি সময়ের টিউশন ফি নেওয়া বন্ধ করা।শিক্ষার্থীদের প্রশ্নের সুযোগ সৃষ্টি ও শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন। বেঞ্চের ঘনবিন্যাস পরিবর্তন করে আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এড. এনামুল হক, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জিটিভির রাজশাহী রিপোর্টার রাশেদ রিপন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গবেষক মো. মতিউর রহমান, ক্যাব রাজশাহীর সহসভাপতি মিজানুর রহমান মিজান, বরেন্দ্র ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্যাব ইউথ গ্রুপের সভাপতি মো. জুলফিকার হায়দারসহ শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল হাকিম, মামুনুর রশিদ, ওবায়দুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।