
হুমায়ুন কবীর, স্টাফ রিপোর্টার : প্রাইভেট কোচিং বাণিজ্যে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এবং অগ্রিম কোর্স ফি বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও ক্যাব ইউথ গ্রুপ। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবকরা বলেন, শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহীতে বর্তমানে স্কুল-কলেজের পাশাপাশি প্রাইভেট কোচিং নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে। এতে অভিভাবকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোচিং সেন্টারগুলো মাসিক ফি-এর পরিবর্তে কোর্স ফি চালু করায় শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে গেছে এবং কোচিংগুলো লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অভিভাবকেরা অভিযোগ করেন, অনেক কোচিং সেন্টারে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নজর নেই, ফলে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। অন্যদিকে, অগ্রিম ফি নেওয়া, ক্লাসে প্রশ্নের সুযোগ না দেওয়া, ঘনভাবে বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের কষ্ট দেওয়া, এমনকি টাকার জন্য শিক্ষার্থীদের সাথে খারাপ...
Developed by BDITHOST