
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৪ সালে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। গতকাল থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও মুখে কুলু এঁটেছিলেন নুসরাত জাহান। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান। বুধবার (২ আগস্ট) কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই অভিনেত্রী। এসময় আনীত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই নায়িকা। নুসরাত জাহান বলেন, ‘গতকাল থেকে নানা খবর দেখানো হচ্ছে। কাল জবাব দিতে পারিনি। কারণ শুটিংয়ে ছিলাম। যারা ভুল করে, তাদের ভয় থাকে, তারা ব্যাখ্যা দেয় না। আমার মনে কোনো ভয় নেই। তাই আমি সংবাদমাধ্যমের সামনে এসেছি। যে কেস কোর্টে পেন্ডিং আছে, সেই বিচারাধীন বিষয়ে ঢোকা ঠিক নয়। বিচারাধীন বিষয়ে...
Developed by BDITHOST