
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্র গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচরের রকিবুর রহমানের পুত্র ও ইসমাইল একই একই এলাকার ভগবন্তপুরের আনারুল হকের পুত্র। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল গোদাগাড়ী থানার মাটিকাটা আদর্শ কলেজ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল জানতে পারে, গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রির জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে । এমন সংবাদের...
Developed by BDITHOST