
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সামনে যে অপশক্তিই আসুক না কেন, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে যেমন হয়ে এক কাজ করে বিজয় অর্জন করেছি, ঠিক একিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যারা ভুণ্ডল করতে চায়, নষ্ট করতে চায়, সেই অপশক্তিকে মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। শুক্রবার (২৩ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।...
Developed by BDITHOST