নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৩:৩৫। ১ সেপ্টেম্বর, ২০২৫।

কোনো আঘাত এলে জবাব দিতে হবে: জাতীয় পার্টির মহাসচিব

আগস্ট ৩১, ২০২৫ ১০:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দল হিসেবে নিষিদ্ধ হওয়ার মতো কোনো কাজ জাতীয় পার্টি করেনি। তবে কোনো আঘাত এলে তার জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

শামীম হায়দার বলেন, “সবাই প্রস্তুত থাকুন। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশেই করবো। তবে আঘাত এলে জবাব দিতে হবে। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে। “দেশটা আমাদের সবার, তাই সবাইকে একসঙ্গে মিলে দেশকে বাঁচাতে হবে,” যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

মহাসচিব অভিযোগ করেন, সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা প্রতিহত হয়।

আরও পড়ুনঃ  অর্থ ও পেশীশক্তির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে : তাসনিম জারা

তিনি বলেন, “আরপিও অনুযায়ী যে কর্মকাণ্ড করলে কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি সে ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। আমাদের বিরুদ্ধে এমন অভিযোগও নেই। তাই দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। আমরা আশা করি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।”-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।