অনলাইন ডেস্ক : করোনা মহামারির সময় থেকে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য বিশ্বজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বাড়ছে। তবে নিয়মিত ও ঘন ঘন এটি ব্যবহার করলে গুরুতর ঝুঁকিরও আশঙ্কা আছে। সম্প্রতি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গসংস্থা ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি (ইসিএইচএ) জানিয়েছে, নিয়মিত এবং ঘন ঘন স্যানিটাইজারের ব্যবহার মানবদেহে ক্যানসারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। গত ১০ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসিএইচএ। সেখানে ইথানলকে একটি বিষাক্ত রাসায়নিক উপাদান উল্লেখ করে বলা হয়েছে, বাজারে বর্তমানে সহজলভ্য হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তাতে যারা এসব স্যানিটাইজার নিয়মিত ও ঘন ঘন ব্যবহার করেন— তারা ক্যানসার এবং গর্ভধারণ জটিলতায় আক্রান্ত হতে পারেন। এই সমস্যার নিদান হিসেবে প্রতিবেদনে হ্যান্ড স্যানিটাইজারে ইথানলের পরিবর্তে মানবস্বাস্থ্যের জন্য হুমকি নয়— এমন রাসায়নিক ব্যবহারের সুপারিশ করেছে ইসিএইচএ। সেই...
Developed by BDITHOST