
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে গ্রীষ্মকালীন ছুটি। ক্যাম্পাসে নেই চিরচেনা কোলাহল। পুরো ক্যাম্পাসে যখন সুনসান নীরবতা; বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে তখন সাজ সাজ রব। একদল তরুণ-তরুণী সেজেছে হলুদ শাড়ি-পাঞ্জাবিতে। হলের সামনের বটতলাটিকে নানা রঙের বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মঞ্চের আদলে। নিচে রঙিন পাটি, তার ওপর নানা রকম মিষ্টি আর ফল-ফলাদি। আর পেছনে বটগাছটিতে বড় অক্ষরে লেখা ‘সুবর্ণার হলুদ ছোঁয়া’। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবর্ণা সরকারের বিয়ে উপলক্ষে এভাবেই সাজানো হয়েছে গায়েহলুদের আসর। গত বুধবার বিকেলে নিজ ক্যাম্পাসেই ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করে সুবর্ণার বন্ধু-বান্ধবীরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদ বাটা, মেহেদি বাটা, মিষ্টান্ন ও ফলমূল সবকিছুই ছিল সেখানে। সব মিলিয়ে বাঙালি সংস্কৃতির গায়েহলুদের একটা গ্রামীণ আমেজ। সুবর্ণার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অনিক...
Developed by BDITHOST