স্টাফ রিপোর্টার: পর্দা উঠেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ^কাপ ফুটবলের। ফুটবলের এই মহারণকে ঘিরে দেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত। একদল ব্রাজিল আরেক দল বিভক্ত হয়ে গেছে আর্জেন্টিনায়। ফুটবলের এই উন্মাদনা থেকে বাদ যায়নি রাজশাহী বিশ^বিদ্যালয়ও। বিশ^কাপকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছে বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস এখন বিশ^কাপের জোঁয়ারে ভাসছে। সমর্থকরা তাদের নিজেদের দলের শ্রেষ্ঠত্ব প্রমাণে হাজির করছে নানা তথ্য ও যুক্তি। কেউ বলছে ‘সেভেন আপ’ আর কেউবা বলছে ‘হাত দিয়ে গোল’। আর গুটি কয়েকজন আবার জার্মানি কিংবা ফ্রান্সের সমর্থন করে এই দুই দলকেই খোঁচা দিচ্ছেন। ফুটবল বিশ^কাপকে কেন্দ্র করে বিশ^বিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চলছে সমর্থকদের যুক্তি তর্ক। শ্রেণিকক্ষ, চায়ের দোকান, পশ্চিমপাড়া, আড্ডাখানাসহ সবখানেই চলছে একই আলাপ, কার দল সেরা। কারো দাবি, কাতার বিশ্বকাপ নেবে ব্রাজিল আর...
Developed by BDITHOST