
অনলাইন ডেস্ক : বাংলাদেশ-চীনের নানামুখী সম্পর্ক। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ক্রীড়াঙ্গনও দুই দেশ পারস্পরিক বিনিময়ে কাজ করছে। দীর্ঘ প্রতিবেদনে দুই দেশের ক্রীড়া সম্পর্কের নানা বিষয় তুলে ধরা হয়েছে - ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসে গেমসে বাংলাদেশ উশুতে স্বর্ণপদক অর্জন করে। এরপর থেকে মূলত ক্রীড়াঙ্গনে উশু আলোচিত হয়। আন্তর্জাতিক সাফল্যের আগেই চীন বাংলাদেশের উশুতে সহায়তা করে আসছে। ২০০৯ সালে সান্দা ও থালাউ দু’টি ফরম্যাটের ম্যাট দিয়েছিল বাংলাদেশস্থ চীন দূতাবাস। প্রায় দেড় যুগ বাংলাদেশস্থ চীন দূতাবাস বাংলাদেশ উশু ফেডারেশনকে নানা সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, 'বাংলাদেশের উশুতে চীনের অবদান অনেক। ২০১৭ সাল থেকে নিয়মিত এম্বাসেডর কাপ হচ্ছে। এটা সম্পূর্ণ চীনের অর্থায়নে। শুধু প্রতিযোগিতা আয়োজনই নয়, প্রশিক্ষণ সামগ্রি, ম্যাট দিয়েও তারা সহায়তা করে।' ফুটবল, ক্রিকেট...
Developed by BDITHOST