
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুর কেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরনো অফিস এখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয়। আজ দুপুরে ক্রীড়া লেখক সমিতির নতুন ঘরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'যখন ক্রিকেট খেলতাম তখন ক্রীড়া লেখক সমিতির অফিস পেরিয়ে বিসিবি যেতাম। এখানে আমাদের ক্রিকেটের অনেক স্মৃতি। এই অফিস এখন আপনাদের হলেও আমাদের মাঝে মধ্যে ডাকবেন, নস্টালজিক হতে চাই। আপনাদের নতুন পথযাত্রা শুভকামনা।' বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া...
Developed by BDITHOST