
অনলাইন ডেস্ক : ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস ‘খতমে নবুয়ত’ রক্ষার গুরুত্ব তুলে ধরতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশের শীর্ষ আলেম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত হয়েছেন। সম্মেলন উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহন, বাস ও মেট্রোরেলযোগে সম্মেলনস্থলে আসতে দেখা গেছে। এই তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বড় দুই রাজনৈতিক দল, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী দলের নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইসলামি আদর্শে বিশ্বাসী সকল রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হয়েছে; তার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও রয়েছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত...
Developed by BDITHOST