
স্টাফ রিপোর্টার : এবছর রাজশাহীতে বৃষ্টিপাত কম হচ্ছে। বৃষ্টিপাত কম হওয়ায় সঠিক সময়ে জমিতে আমন ধান লাগাতে পারেনি বেশিরভাগ কৃষক। আর যারা লাগিয়েছেন তারা পড়েছেন খরার কবলে। এমন অবস্থায় কোন মতে সেচ দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে ধান। চলতি বছরে আষাঢ় মাসে ২০ দিন বৃষ্টিপাত হয়েছে। দিনের হিসেবে বেশি হলেও পরিমানে কম। এসময়ে রাজশাহী বৃষ্টিপাত হয়েছে মাত্র ২০৫ দশমিক ৯ মিলিমিটার। এই বৃষ্টিপাতকে তুলনামূলক নগন্য বলছেন কৃষি অধিদফতর ও আবহাওয়া পর্যবেক্ষণের কর্মকর্তারা। জানা গেছে, বরেন্দ্র অঞ্চলসহ অন্যান্য অঞ্চলে সামান্য বৃষ্টি, গভীর ও অগভীর নলকূপের পানিতেই আমন ধানের চাষ হয়। এবছর আষাঢ় মাসের মাঝামাঝিতে ঘনঘন বৃষ্টি হওয়ায় আমন ধান লাগানো শুরু করেন কৃষকরা। তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় জমিতে সেচের জন্য বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ ছাড়াও বিভিন্ন খাল। কৃষকরা বলছেন,...
Developed by BDITHOST