স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪নং ওয়ার্ড ডিলার সুমন সরদার এবং সাধারন সম্পাদক হিসেবে নিবার্চিত হয়েছেন ৩নং ওয়ার্ড ডিলার সাব্বির আহমেদ অন্তর।
সুমন সরদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার সভাপতি এবং সাব্বির আহমেদ অন্তর জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের সাবেক সভাপতি, বর্তমানে আহবায়ক কমিটির আহবায়ক, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং ৩ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক।
ডিলার সমিতি নির্বাচন ও সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে সুমন সরদার বলেন,“রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টা ওয়ার্ডের ৩০ জন ডিলার মিলে একটি সমিতি গঠন করা হয় সেই সমিতিতে সকল ডিলারদের সম্মতিতে আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি চেষ্টা করবো ডিলারদের সমস্যা নিরসন ও নগরবাসীর প্রত্যাশা পূরন করতে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এবিষয়ে নির্বাচিত সাধারন সম্পাদক তরুণ ব্যবসায়ী ও ছাত্রনেতা জানান, ৩০ জন ডিলার আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছে আমি যেন সেটা সঠিকভাবে পালন করতে পারি, এবং নগরবাসীর মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারি। তিনি সকল ডিলারদের নিকট সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন এবং এই কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খাদ্য অধিদপ্তর ডিলারদের মাধ্যমে নগরবাসীর মাঝে ন্যায্যদামে খাদ্য সামগ্রী বিক্রি করে। নগরবাসী যেন খাদ্য সামগ্রী সুষ্ঠভাবে পায় সে লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ডিলার নিয়োগ দেন।