বিনোদন ডেস্ক : তারকাদের জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। তাদের পরিবারে কারা আছেন, ব্যক্তিগত জীবনে কেমন? এমন প্রশ্নই আসে মনে। অনেকের আবার এমনও ধারণা, অভিনেতাদের জীবনও খানিকটা সিনেমারই মতোই। কিন্তু বাস্তবে আদতে সেটা ঘটে না। জীবনের কঠিন মুহূর্তের কথাই প্রকাশ্যে ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। টলিপাড়ার জনপ্রিয় মুখ পার্নো। যদিও অনেক দিন হলো বড় পর্দায় বা কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি তাকে। ক্যামেরার সামনে দেখে তার জীবন যতটা সহজ মনে হয়, আসলে পার্নোর জীবন ততটাও সহজ নয়। তার কাঁধে যে বিশাল দায়িত্ব সেই কথাই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে ভাগ করে নিলেন। মা দৃষ্টি হারিয়েছেন, বাবা মারা গিয়েছেন অনেক দিন হলো। পার্নো বলেন, আমার কাঁধে অনেক দায়িত্ব। বাবা মারা যাওয়ার দু’মাস আগে মা পড়ে যায়। তারপর থেকে...
Developed by BDITHOST