অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ভোর থেকেই জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা মানুষে ভরে যায়। দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ—সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে হাজির হয়েছেন। সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। প্রাথমিকভাবে মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান-২ নর্থ অ্যাভিনিউ বাসভবনে নেয়া হয়। সকাল ৯টা ১৬ মিনিটে মরদেহ পৌঁছালে তারেক রহমান কিছু সময় কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন। এরপর মরদেহবাহী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়। কনকনে শীত, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া উপেক্ষা করেই মানুষ জানাজায় অংশ নিচ্ছেন। মানিকগঞ্জের সাটুরিয়া...
Developed by BDITHOST