নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৯:১২। ২৯ জুলাই, ২০২৫।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

জুলাই ২৮, ২০২৫ ১১:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুনঃ  মান্দায় এক ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

কিছু গণমাধ্যমে বলা হচ্ছে ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন’- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।

গত ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।

আরও পড়ুনঃ  টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

সূত্র: ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।