অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দলটির মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার (২০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে অংশ নেন মুশফিকুল ফজল।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।-ইত্তেফাক
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।