নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:১১। ১০ ডিসেম্বর, ২০২৫।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

ডিসেম্বর ৫, ২০২৫ ৮:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর কোট গুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

আরও পড়ুনঃ  ৮টি কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন

মোনাজাত শেষে মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

উল্লেক্ষ, শুক্রবার রাজশাহীর বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়েও বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।