নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:০২। ১১ নভেম্বর, ২০২৫।

খুব একা ফিল হয় : ববি

আগস্ট ১৮, ২০২৩ ১:৪২
Link Copied!

বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে বেছে চলচ্চিত্রে কাজ করেন। আগামীকাল তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে দেশে একাকীত্বে ভোগেন বলে জানিয়েছেন ববি।
ঢাকায় ববির পরিবারের কেউ থাকেন না। মা ও বোনেরা অস্ট্রেলিয়া থাকেন। যে কারণে বিশেষ দিনটিতে কোন আয়োজন না রাখলেও ঢাকার বাইরে অথবা দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।
ববি বলেন, জন্মদিনের এই সময় দেখে খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।
ববি সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে নায়ক আদর আজাদকে। এ ছাড়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগির শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার কাজ। সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমার গল্প ও কনসেপ্ট ববির।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।