অনলাইন ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে তামিম ইকবালের ফরচুন বরিশাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে তা জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার। বরিশালের পর ফাইনালে উঠার লড়াইয়ে টিকে আছে আর দুই দল। আজ (বুধবার) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংস। এই ম্যাচে জয়ী দল আগামী ৭ ফেব্রুয়ারির ফাইনালে বরিশালের মুখোমুখি হবে। লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল খুলনা। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় চট্টগ্রাম। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। বরিশালের কাছে হারলেও ফাইনালে খেলার সুযোগ...
Developed by BDITHOST