
অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বলেছেন, খুলনা সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ চলছে। আমরা যতগুলো কেন্দ্রে ঘুরেছি সবগুলো কেন্দ্রেই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রের একটি বুথে ৩১৯ জন ভোটারের মধ্যে প্রায় ১০০ জন ভোট দিয়েছেন। এখন ১২টাও বাজেনি। অর্থাৎ তিন-চার ঘণ্টায় এক-তৃতীয়াংশ ভোট হয়েছে। এ কারণে আমরা ধরে নিতে পারি যে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। অন্য কোন সমস্যা হচ্ছে না। সোমবার (১২ জুন) দুপুরে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ইসির যুগ্মসচিব আরও বলেন, অনেক জায়গায় মেশিনের কিছুটা দেরি হলে এটা কোনো অনাকাঙ্ক্ষিত দেরি না। আমরা আশা করছি নির্ধারিত সময়ে যারা ভোটকেন্দ্রে এসেছে সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাবে। তিনি বলেন, এ নির্বাচনে কোনো ধরনের কোনো সহিংসতা খবর...
Developed by BDITHOST