
স্টাফ রিপোর্টার: সংসারের হাল ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের আশপাশে খেলনার পসরা সাজিয়ে বসেছেন সাবিনা। এ ছোট্ট দোকানের আয় দিয়ে চলে তার সংসার ও ছেলেমেয়ের পড়াশোনার খরচ। স্বামী রিকশা চালালেও রাখেন না সাবিনার কোনো খোঁজ। এমনকি দেন না সন্তানদের ভরণপোষণের খরচও। আর তাই একাই লড়াই করে চলছেন সাবিনা। রাজশাহীর মৌলভীবুধপাড়ার বাসিন্দা সাবিনার স্বপ্ন ছিল ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার। কিন্তু নিয়তি তার সহায় হয়নি। বাধ্য হয়েই ক্যাম্পাসে বসিয়েছেন খেলনার দোকান। আগে শুধু বাদাম বিক্রি করতেন তিনি। ক্যাম্পাসের শিক্ষার্থীরা তার এই অসহায়ত্ব দেখে ওজন মাপার যন্ত্রসহ কিনে দেন দোকানের বেশ কিছু মালামাল। সরেজমিনে দেখা যায়, সাবিনা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের দক্ষিণ-পশ্চিম কোনে রাস্তার পাশে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের খেলনা। এছাড়াও সামনে সাজানো রয়েছে বাদাম, ছোলাসহ কয়েকপ্রকার খাবারের কৌটা। সামনে রাখা...
Developed by BDITHOST