নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:২১। ২ জুলাই, ২০২৫।

খেলাধুলা তরুণদের ভালো মানুষ হওয়ার সহায়ক: ফরিদপুরের ডিসি

অক্টোবর ২৩, ২০২৩ ৯:৪৩
Link Copied!

অনলাইন ডেস্ক: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‌এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সোমবার (২৩ অক্টোবর) উভয় বিভাগের ফাইনাল খেলার আয়োজন করে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে। এতে বঙ্গবন্ধু ইভেন্টে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলের ব্যবধানে ফরিদপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুনঃ  ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার মুখোমুখি—খেলা কবে জেনে নিন

অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক ‌ইয়াসিন কবিরের সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। খেলা শেষে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ক্রীড়াঙ্গন সংস্কারে নতুন কমিটি মন্ত্রণালয়ের

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের সুস্থ শরীর গঠনে ভূমিকা রাখে। এছাড়াও অপসংস্কৃতির এই যুগে তরুণ তরুণীদের ভালো মানুষ হওয়ার সহায়ক ভূমিকা পালন করে। এজন্য আমাদের সন্তানদের সুশিক্ষার পাশাপাশি সুস্থ সবল মানুষ হওয়ার জন্য খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। তবেই একটি সন্তান আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।