নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:৫১। ৩১ আগস্ট, ২০২৫।

খেলাফত মজলিস রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা

আগস্ট ৩০, ২০২৫ ৫:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

শনিবার ৩০ আগষ্ট নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলন করে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক ও সিনিয়র যুগ্ন মহাসচিব এড. জাহাঙ্গীর হোসাইন।

খেলাফত মজলিসের রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীরা হলেন জয়পুরহাট ১ আসনে শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট ২ আসনে মাওলানা মোরশেদুল আলম মর্তুজা। বগুড়া ৫ ও ৬ আসনে যথাক্রমে মাওলানা রাশেদুল ইসলাম ও মাওলানা শাহাদাৎ হোসেন। নওগাঁ জেলার ৬ টি আসনে প্রার্থী হলেন যথাক্রমে অধ্যাপক মুশফিকুর রহমান শাহ, কৃষিবিদ আবদুর রহমান সাবু, মাহমুদুল ইসলাম সোহেল, মাওলানা রিয়াজুল হোক কাসেমী, ডাক্তার আবু সাঈদ ও ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু। রাজশাহী ২,৩,৪,৫ ও ৬ আসনে সম্ভাব্য প্রাথী হলেন যথাক্রমে হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহিন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদাউসুর রহমান মুফতি আবদুল হামিদ ও মাওলানা তোফায়েল আহমদ। নাটোর জেলার ৪ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে ড. মো: আজাবুল হক, ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, মাষ্টার আবদুল হান্নান ও ডা. আলভী হাসান ফিদা। সিরাজগঞ্জ জেলার ৫ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন যথাক্রমে মুফতি আবদুর রকিব, মুফতি হেলাল উদ্দিন, মাওলানা আমজাদ হোসেন ও মুফতি মনিরুল ইসলাম। পাবনা জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন পাবনা ১ মুফতি শহিদুল ইসলাম, পাবনা ২ মাস্টার রওশন আলী ও পাবনা ৫ আসনে মাওলানা আরিফুল ইসলাম। তবে খেলাফত মজলিস চাপাইনবয়াবগঞ্জ জেলায় কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি।

আরও পড়ুনঃ  এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, ইসলামী চিন্তা ধারার ছোট ছোট দলগুলো মিলে ঐক্য করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আলাপ আলোচনা চলছে সেক্ষেত্রে প্রার্থীদের নাম পরিবর্তন হতে পারে, তা নাহলে আমরা সারাদেশে ২৫০ আসনে প্রার্থী দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

আরও পড়ুনঃ  রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ন মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আসাদুল্লাহ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল।

আরও পড়ুনঃ  সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের পরিচালক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।