নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১০:১৭। ১৭ জুলাই, ২০২৫।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের স্মরণসভা

জুলাই ১৭, ২০২৫ ৪:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় কলেজ হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আগস্ট রাজশাহীতে প্রথম শহীদ সাকিব আনজুমের ভাই রাকিব।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত ও সুইট ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী সামিয়া ইসলাম স্নেহা, রিয়া, শ্রাবনী ও সোহানা। অংশ নেন শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌকির জামিল অর্ক এবং মহানগর ছাত্রদল নেতা সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহী ও মুগ্ধ।

আরও পড়ুনঃ  আরএমপির মুখপাত্র হলেন গাজিউর রহমান

এছাড়া সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, ইয়াসিন আলী অন্ত, মারুফ রহমান, শাহরিয়ার রিফাত, সৈকত তানজিম, আরিয়ান আনাস, ওমর ফারুক, সাদিক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আরাফ নূর ও মহিন মোহতাদিনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চলতি বছর ইইউতে প্রবেশে শীর্ষে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা

আবু সাইদ, সাকিব আনজুম, ওয়াসিম ও মুগ্ধের ‘যুদ্ধ শেষ হয়নি’ উচ্চারণের মধ্য দিয়ে শুরু হওয়া এই স্মরণসভায় শহীদ সাকিব আনজুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই ক্রেস্ট শহীদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সাকিব আনজুমের ভাই রাকিব কলেজ প্রশাসনের কাছে জমা দেন।

আরও পড়ুনঃ  বাঘায় একই রাতে পাঁচটি দোকানে চুরির, ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা

তিনি বলেন, “নতুন প্রজন্ম জানবে সাকিব আনজুম কে ছিলেন, কারা তাকে হত্যা করেছে। সবাই জানবে, এটাই আমার কাছে মুখ্য বিষয়।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।