
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পাঠকপ্রিয় দৈনিক গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে। এই পত্রিকার পাতায় রাজশাহী অঞ্চলের গণমানুষের কথা উঠে আসে। তাই সর্বমহলে পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। পত্রিকাটির শ্লোগান- ‘সত্যের সন্ধানে আমরা’ থেকেই বোঝা যায় এটি মানুষের সত্য কথাটা বলতে চায়। সত্য সন্ধানের এই ধারা চিরদিন অব্যাহত থাকুক। গণধ্বনি প্রতিদিন পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিরা এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারে পত্রিকাটির ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম। তিনি গণধ্বনি প্রতিদিনের সংবাদের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন। এই পত্রিকার সাংবাদিকরা অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতা করবেন বলে তিনি...
Developed by BDITHOST