
স্টাফ রিপোর্টার: আজ ১০ মে (বুধবার) দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদারের ৪৫ তম জন্মদিন। ১৯৭৮ সালের ১০ মে তিনি ফরদিপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত. আব্দুল হাই শিকদার এবং মাতা মৃত. আছিয়া বেগম। আব্দুল হাই শিকদার ঘারুয়া ইউনিয়ন পরিষদের জন্মলগ্ন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ইয়াকুব শিকদার শিক্ষা জীবন শেষ করে কিছুকাল ঢাকার বিভিন্ন প্রথম শ্রেণীর জাতীয় পত্রিকাতে সাংবাদিকতা করে। পরে রাজশাহী নগরীতে বসবাস শুরু করে সাংবাদিকতা অব্যহত রাখেন। বিগত ৭ বছর ধরে তার সম্পাদনায় দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। এর আগে ১৯৯০ সাল থেকে স্থানীয় ছাত্রলীগের সভাপতি এবং পরে স্থানীয় যুবলীগের সভাপতি হিসেবে ১৩ বছর দ্বায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে ইয়াকুব শিকদার দুই কন্যা সন্তানের জনক।...
Developed by BDITHOST