নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৫:৪৩। ৯ আগস্ট, ২০২৫।

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজশাহী এডিটরস ফোরামের নিন্দা ও উদ্বেগ

আগস্ট ৯, ২০২৫ ১:৪০
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী এডিটরস ফোরাম। এক বিবৃতিতে ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এছাড়া এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান ফোরামের নেতারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দোষিদের শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধীরা অনুপ্রানিত হবে।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও দোষিদের শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।