অনলাইন ডেস্ক : সামাজিক মাধ্যমের পাতা স্ক্রল করতে করতে এমন ভিডিওতে চোখ আটকাতে পারে যে কারও! এক সংগীতশিল্পীর গাওয়া গানের তালে তালে মঞ্চে নেচে উঠল রোবট! সদ্য রাজধানীতে অনুষ্ঠিত একটি টেক কোম্পানির ইভেন্টে মিলেছে এমন নজির। ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পী জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট। ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার। ভিডিওতে আরও দেখা যায়, একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল; সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন। আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার শ্রোতারা তখন দাবি করেন,...
Developed by BDITHOST