নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৪:০৪। ৩১ জুলাই, ২০২৫।

গুরুতর আহত ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পাশে নুরুজ্জামান খান মানিক

জুলাই ৩০, ২০২৫ ৭:১২
Link Copied!

মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী দলীয় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় অর্থোপেটিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) প্রেরন করা হয়। (চারঘাট-বাঘা) আসনের বিএনপি’র সাংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান খান মানিক সেখানে গিয়ে তার খোঁজ-খবর নেন।

আহতের ভাই মোয়াজ্জেম হোসেন বলেন, পরিকল্পিত ভাবে আমার ভাইকে এভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন চারঘাট পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক তুষার আলী এবং ছাত্রদলকর্মী সেন্টু। এদের মধ্যে সেন্টু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যুবদল নেতা চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের অনুসারী।

আরও পড়ুনঃ  পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজন ওএসডি

দলীয় সূত্র জানায়, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তুষার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসানের বাড়ি মুক্তারপুরে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-ঘাট, দলীয় নেতাকর্মী নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের এ দুই নেতার মধ্যে বিরোধ রয়েছে। উভয়ের মধ্যে সমঝোতার লক্ষ্যে রোববার সকালে উপজেলার মাড়িয়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বাড়িতে উভয়পক্ষ বৈঠকে বসেন। বৈঠকে আলোচনা চলাকালে তুষার ও হাসানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানের সমর্থক ছাত্রদলকর্মী মোমিন রড দিয়ে তুষারের মাথায় আঘাত করেন। তুষারের সমর্থকরা তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এ সময় সমঝোতা বৈঠক ভণ্ডুল হয়ে যায়।

এ ঘটনার জের ধরে রোববার রাত পৌনে ১২টায় উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে ছাত্রদল নেতা হাসানের ওপর অতর্কিত হামলা চালান আহত যুবদল নেতা তুষার এবং তার অনুসারীরা। এ সময় তুষার ও তার সমর্থক শাহানুর হাসানকে কোপাতে থাকেন। হাসানের সমর্থক সেন্টু তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন।

আরও পড়ুনঃ  রেলকে সাজানো হবে পরিকল্পিতভাবে : শেখ মইনউদ্দিন

পরে স্থানীয়রা হাসান ও সেন্টুকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরন করেন। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে রামেক হাসপাতাল থেকে সোমবার রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

হামলার বিষয়টি স্বীকার করে তুষার বলেন, ‘রোববার জেলা বিএনপির নেতা চাঁদ ভাইয়ের উপস্থিতিতেই বিনা উসকানিতে হাসানের সমর্থক মোমিন ও আরও কয়েকজন সহযোগী আমার ওপর হামলা চালিয়েছেন। হামলার পর আমার সমর্থকরা বিষয়টি মেনে নিতে পারেননি। তবে হামলার সঙ্গে আমি সম্পৃক্ত নেই।

চাঁদের অনুসারী চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, ‘ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। তাদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে চাঁদ ভাই তাদের ডেকেছিলন। কিন্তু নেতার সামনেই তুষারের ওপর হামলা করা হয়েছে। এরপর তুষারকে দেখতে তার বাড়িতে যান চাঁদ ভাই। তিনি তুষারকে আর যেন কোনো ঝামেলা না হয়, সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছিলেন।’ তিনি বলেন, ‘তুষার নির্দেশনা অমান্য করে তার লোকজন নিয়ে হাসানের ওপর হামলা চালিয়েছে। আমি পঙ্গু হাসপাতালেই আছি। হাসানের অবস্থা সংকটাপন্ন।

আরও পড়ুনঃ  বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ‘নিকটাত্মীয়রা আহতের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।