নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:০২। ১২ আগস্ট, ২০২৫।

গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আগস্ট ১২, ২০২৫ ২:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু-পক্ষীয় অংশীদারিত্ব, অগ্রগতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  অনেক দিন ধরেই একসঙ্গে আছি : জয়া আহসান

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ।

সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ আহমেদ, গোদাগাড়ী নির্বাহী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা রিতা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক এবং পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা সারমিন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  প্রাথমিকের জন্য ২০১ কোটি টাকায় ৪ কোটি ৪ লাখ বই কিনবে সরকার

এ বছর উপজেলায় ৩৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর মধ্যে ২৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা যুবকদের এ ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।