
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর মাঠে প্রতিপক্ষের হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মনিরুল (৪৫) নামের আরও এক চাষি মারা গেছেন। তার বাড়ি গুসিরা গ্রামে। এর আগে সোমবার সকালে ইয়াজপুর মাঠে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা হলেন- জমির মালিক দাবিদার রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার সোহেল রানা ছোটন (৪৫) এবং দুই বর্গাচাষী গোদাগাড়ীর পাকড়ির বড়গাছি কানুপাড়া গ্রামের নাইমুল ইসলাম (৮০) এবং তার ভাই মেহের আলী (৭০)। নিহত মনিরুল সোমবার রাতে মারা যান। এ ঘটনায় নিহত সোহেল রানার ছোটভাই মো. হৃদয় (৩৩) বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেছেন। তিনি এজাহারে বলেছেন, তার ভাই একবছর আগে কেনা জমিতে বর্গচাষীদের নিয়ে ধান লাগাতে গিয়েছিলেন। এ সময় অতর্কিতভাবে প্রতিপক্ষরা চারপাশ থেকে ঘিরে তাদের...
Developed by BDITHOST