
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বাড়িতে হেরোইন লুকিয়ে রাখা একটি ভল্টের সন্ধান পেয়েছে পুলিশ। দুই ঘণ্টার চেষ্টায় এই ভল্ট ভেঙে সাত কেজি হেরোইন পাওয়া গেছে। এ ছাড়া ভল্টের বাইরে বাড়িতে পাওয়া গেছে আরও ৫০০ গ্রাম হেরোইন। আজ সোমবার ভোরে গোদাগাড়ী থানা-পুলিশ উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে জিয়ারুল ইসলামের (৩৫) বাড়িতে এ অভিযান চালায়। জিয়ারুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। চার বছর আগে তার নামে একটি মাদক মামলা হয়েছিল। এরপর তিনি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার কথা বলে চুপিসারে কারবার চালিয়ে যাচ্ছিলেন। রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়েই দেশে সবচেয়ে বেশি হেরোইন ঢোকে। তবে এর আগে একসঙ্গে এত বেশি পরিমাণ হেরোইন পাওয়া যায়নি। অভিযানকালে পুলিশ জিয়ারুলের বাড়ি থেকে ১৮ বোতল ফেনসিডিল, হেরোইন বিক্রির নগদ ২৪ লাখ ৫০ হাজার টাকা ও ২৫৮ গ্রাম স্বর্ণালংকারও জব্দ করা...
Developed by BDITHOST