নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৫১। ১৪ মে, ২০২৫।

গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১০

ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গোদাগাড়ী প্রতিনিধি : গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রয়ারি) দুপুর পোনে ৩ টার গোদাগাড়ী-কাকনহাট সড়কের পাহাড়পুর এলাকার দুর্ঘটনা ঘটে।এ সময় ভুটভুটির যাত্রী দিপালী (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে উপজেলার কাকনহাট পৌর এলাকা শেরেপাড়া গ্রামের ইমনের স্ত্রী। ছাড়াও আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার নমীর উদ্দীন নিশ্চিত কে ছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভুটভুটি-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা গ্রামের জিল্লার রহমানের ছেলে জিয়াউল হক(৩০),গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের বিল্লালের ছেলে হাবিবুল্লাহ(৪),উপজেলা কাকনহাট পৌর এলাকার শেরেপাড়া গ্রামের মনমোহন মেয়ে পুজারী(১৭)ও ছেলে জোসেফ সরকার(২০),জীবনের ছেলে জয়ন্ত(১৪),চয়ন(৮),দুলাল ছেলে রুপালী(৪০), ইমন(২৬), ইমনের ছেলে ইসান(১২মাস),হাবিবুলের চেলে জিয়ারুল(২২) আহতরা সবাই শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন বলেন,ভুটভুটি ও মাহিদ্রার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থালেই একজন আদিবাসী নারী নিহত ও ১০জন আহত হয়েছে। দুর্ঘটনা ভুচভুটি ও মাহিদ্রা চুরমার হয়ে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। সেখানে পুলিশ কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।