নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:৫৮। ২৪ অক্টোবর, ২০২৫।

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ ফরহাদ (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিশালবাড়ী এলাকা তাকে গ্রেফতার করা হয়।

ফরহাদ (৩৪) উপজেলার মাটিকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকায় বিশেষ তল্লাশী চালানো হয়। এসময় ফরহাদ নামের এক ব্যক্তির কাছে থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে তাকে উদ্ধারকৃত হেরোইনসহ আটক করে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে আসা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। পরবর্তীতে দুপুরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।