
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার কুঠিপাড়া এলাকার পদ্মা নদীর ধারে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা (৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মণ্ডলের ছেলে আব্দুর বশির (৪০)। গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) এম এ কুদ্দুস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি নৌকা যোগে পদ্মা নদী পথে মাদকদ্রব্য নিয়ে কুঠিপাড়া এলাকায় প্রবেশ করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালাই।” তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে গোলাম মোস্তফার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে...
Developed by BDITHOST