
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে টানা চৌতুর্থবারের মতো র্যাংকিংয়ে শীর্ষ তালিকায় উঠে এসেছে রাজশাহী কলেজ। কলেজটি উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হওয়া কলেজটি সার্ধশত বছর পেরিয়ে আজ গৌরবের ১৫১ বছরে পদার্পণ করলো। মাত্র ছয়জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা কলেজটি ব্রিটিশ আমল থেকেই দখল করে রেখেছে শ্রেষ্ঠ বিদ্যাপীঠের আসন। বহু চড়াই উতরাই পেরিয়ে আধুনিকতার ছোঁয়ায় এখনও স্ব-মহিমায় উজ্জ্বল ঐতিহ্যের ধারক রাজশাহী কলেজ। ভাষা আন্দোলন কিংবা মহান মুক্তিযুদ্ধই শুধু নয়, প্রতিটি জাতীয় ও ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজের অবদান অপরিসীম। জাতির প্রয়োজনে প্রতিটি গণআন্দোলনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণীয় ভূমিকা পালন নজির স্থাপন করেছে। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিরন্তর অবদানে সগৌরবে সমুজ্জ্বল রাজশাহী কলেজ। খরস্রোতা পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত কলেজটি ঢাকা...
Developed by BDITHOST