নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:১৩। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক :  ওপার বাংলার সিনেমা ও টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। দিনে দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলছেন, বাহ্যিক পরিবর্তনও ঘটেছে তার। দর্শকদের কাছে যেন একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সবসময় সতর্ক থাকছেন এই অভিনেত্রী।

তাকে নিয়ে এবার নতুন খবর, অভিমন্যু মুখার্জির ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন, শুরু হয়েছে শুটিংও। এমন সময়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই অভিনেত্রী; প্রশ্ন করা হলো ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ নিয়েও।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সমর্থন

এই অভিনেত্রী জানিয়েছেন, গল্পের প্রয়োজন হলে তবেই খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি হবেন; এবং তার আগে শরীর ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেবেন।

আরও পড়ুনঃ  জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত

স্বস্তিকা বলেন, ‘চিত্রনাট্যে কতটা প্রয়োজন, সেটা আগে বুঝব। এরপর রাজি হওয়ার কথা ভাবব।’ উদাহরণ টেনে বলেন, ‘অভিনেত্রী মিমি চক্রবর্তীও ‘রক্তবীজ ২’ ছবিতে বিকিনি পরার আগে নিজেকে প্রস্তুত করেছিলেন।’

চলচ্চিত্রে একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না স্বস্তিকা জানিয়ে তিনি বলেন, ‘নানা ধরনের চরিত্রে কাজ করার চেষ্টা করি। আর সেগুলো যদি নায়িকাকেন্দ্রিক হয়, তাহলে আরও ভালো।’

আরও পড়ুনঃ  বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

উল্লেখ্য, ছোট পর্দায় তার নায়িকা চরিত্র জনপ্রিয় হলেও বড় পর্দায় খলচরিত্রেও দর্শক প্রশংসা করেছেন। ১৪ বছর ধরে টালিউডে কাজ করা এই অভিনেত্রী আরও জানান, টিকে থাকতে হলে ভেবে চলতে হয়, অতিরিক্ত বাছবিচার করলে কাজের সুযোগ হারায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।