
বিনোদন ডেস্ক : বর্তমানে ‘গদর ২’র সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ২২ বছর পর সিক্যুয়েল নিয়ে ফিরে বক্স অফিসে রীতিমতো একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সিনেমাটি। সব মিলিয়ে ফের আলোচনায় ফিরে এসেছেন আমিশা প্যাটেল। তবে এবার তিনি বললেন, কোন ধরনের জিনিস তার ঘোর অপছন্দ। দীর্ঘদিন ধরেই পর্দা থেকে দূরে ছিলেন আমিশা। হাতে বিশেষ বড় কাজ ছিল না। অনেকেই ধরে নিয়েছিলেন এক সময়কার সুপারহিট অভিনেত্রী বোধহয় আর বলিউডে আগের অবস্থায় ফিরতে পারবেন না। কিন্তু সব হিসাব উলটে দিল ‘গদর ২’। আবার আলোচনায় ফিরে এলেন আমিশা প্যাটেল। এখন আবার তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় ঢুকে পড়লেন। advertisement ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই পছন্দ করেন না। তার কথায়,...
Developed by BDITHOST