
বিনোদন ডেস্ক : ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আবার উড়াল দিয়েছেন কলকাতায়। সেখানে নন্দনে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এ উপলক্ষ্যে আপাতত কলকাতা অবস্থান করছেন এ নায়িকা। অপু যেখানেই যান আজকাল তাকে একটা কমন প্রশ্ন শুনতেই হয়, সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের সমীকরণটা কী? ফের কি একসঙ্গে দেখা যাবে এই প্রাক্তন জুটিকে? এসব প্রশ্নের পেছনে রসদ জুগিয়েছে সাম্প্রতিক সময়ে শাকিব এবং তার পরিবারকে নিয়ে অপুর ইতিবাচক কথাবার্তা ও ঘনিষ্ঠতা। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমেই বলব, আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না। এজন্য শাকিবকে দায়ীও করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যেকোনো কিছু মোকাবিলা করা আমার জন্য অনেক টাফ...
Developed by BDITHOST