
জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার ঘারুয়া সবুজ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করেন সৌদি আরব প্রবাসী মোঃ নাজমুল শিকদার। এ সময় চ্যাম্পিয়ন "কিংস ইলেভেন হাসিবুল" দলকে একটি রঙিন টেলিভিশন ও রানার্স আপ "রয়েল চ্যালেঞ্জার আমিনুর" দলকে একটি সাউন্ড সিস্টেম উপহার দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়েছে। সৌদি প্রবাসী নাজমুল শিকদারের আয়োজিত এ ফাইনাল খেলায় পুরো ৯০ মিনিট টানটান উত্তেজনায় মেতেছেন উপস্থিত দর্শক। একইসাথে, এ ফুটবল খেলা 'সময়ের কথা ২৪' ও 'আগমনী বার্তা'র পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে করে, দেশ ও দেশের বাইরে থাকা ফুটবল প্রেমী সকলেই ভীষণ চমৎকার...
Developed by BDITHOST