
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকা গ্রহণের সময় আয়কর বিভাগের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই কর্মকর্তার নাম মহিবুল ইসলাম ভুঁইয়া। তিনি রাজশাহী কর কমিশনারের কার্যালয়ের সার্কেল-১৩ (বৈতনিক) এর উপ কর কমিশনার। মঙ্গলবার বেলা ১১টার দিকে দুদক কর্মকর্তারা যখন মহিবুল ইসলামের কক্ষে অভিযান চালাচ্ছিলেন তখন আয়কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে দুদক কর্মকর্তা ও আয়করের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসে। পরে দুপুর আড়াইটার পর পুলিশের সহায়তায় দুদক কর্মকর্তারা মহিবুল ইসলামকে আটক করে নিয়ে যান। মহিবুল ইসলামকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আয়কর অফিসের এক কর্মকর্তার দাবি, অভিযান চালানোর সময় দরজা বন্ধ করে তাঁকে মারধর করা হচ্ছিল। চিৎকার শুনে...
Developed by BDITHOST