স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমি উন্নয়ন কর দিতে আসা জমির মালিকদের কাছে ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার জেলা প্রশাসক আব্দুল জলিল তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। এর আগে শুক্রবার এই কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশ পাওয়া তিনটি ভিডিওর একটিতে দেখা যায়, টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে তিনি বলছেন- ৯০০ টাকা দিলে হবে! না না হবে না, এভাবে। আশ্চর্য তো। গরিব মানুষও দিছে। আর আপনি তো মার্চেন্ট মানুষ। ৯০০ টাকা গুনে দিছেন, এটা কেমন কথা হলো! এ সময় কমিশনার অফিসের তদবিরে আসা আরেকটি কাজ প্রসঙ্গে তিনি আরেকজনকে বলছেন, কমিশনার অফিস থেকে ফোন কেন? এই অফিসে লোক নাই। তাহলে তো সাত দিন আটকাতে হয়।...
Developed by BDITHOST