নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:১১। ১৮ জানুয়ারি, ২০২৬।

চট্টগ্রামকে ১২৫ রানে অলআউট করল রাজশাহী

জানুয়ারি ১৭, ২০২৬ ৯:১৫
Link Copied!

অনলাইন ডেস্ক : আসর জুড়েই দারুণ পারফর্ম করছে চট্টগ্রাম রয়্যালসের টপ অর্ডার। বেশির ভাগ ম্যাচেই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন তারা। তবে আজ রাজশাহীর বিপক্ষে ব্যর্থ নাঈম শেখ-মোহাম্মদ হারিসরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে ফেইল করেছে মিডল অর্ডারও। শেষদিকে আসিফ আলি একাই কিছুটা লড়াই করেছেন। তার ৩৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়েছে দল।

আরও পড়ুনঃ  পবিত্র শবে মেরাজ আজ

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আসিফ।

শুরুতেই ইনফর্ম নাইমকে হারায় চট্টগ্রাম। ডাক খেয়ে এই ওপেনার ফিরলে ভাঙে ১০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মোহাম্মদ হারিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১১ বলে করেছেন ১৬ রান। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও একই পথে হেঁটেছেন। ১৩ বলে ১৯ করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

এরপর মাহফিজুল হাসান, হাসান নাওয়াজ ও শেখ মেহেদিরা দ্রুতই সাজঘরে ফেরেন। তাতে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে চট্টগ্রাম।

আরও পড়ুনঃ  তানোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযানে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তবে ত্রাতা হয়ে আসেন আসিফ আলি। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও এক প্রান্তে ঝড় তোলেন তিনি। ২৪ বলে ৪ ছক্কায় ৩৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাতে লড়াইয়ের পুঁজি পায় দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।