সংবাদ বিজ্ঞপ্তি : গত ৪ আক্টোরব চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এখন টিভির ব্যুরো প্রধান, ও বিশেষ প্রতিবেদক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন পারভেজসহ তিনজন। পুলিশের সামনে হওয়া এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ। এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০ টায় আরটিজেএ'র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে আরটিজেএ'র সাথে সংহতি জানিয়ে এই মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি রাবিসাস, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ রাকসু নির্বাচনের একাধিক প্রার্থী। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীর সাথে সাংবাদিকরা অংশগ্রহন করেন। এ সময় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ'র সদস্য স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল...