অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রবিবার (১২ অক্টোবর) উপাচার্যের দপ্তরে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে। ২ জানুয়ারি শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয়ে পরের দিন শনিবার অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এরপর ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি-ওয়ান’ ও ‘বি-টু’ উপ-ইউনিটের পরীক্ষা। পরের সপ্তাহে ৯ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি শনিবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। সর্বশেষ ১২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত...
Developed by BDITHOST